মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩

শ্রীবরদীতে একটি স্কুলে প্রধানশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

 

শ্রীবরদীতে একটি স্কুলে প্রধানশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

 শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি
শ্রীবরদীতে একটি স্কুলে প্রধানশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

শেরপুরের শ্রীবরদীর কুড়িকাহনীয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক নিয়োগে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। ওই বিদ্যালয়ের জ্যেষ্ঠতার বিচারে তৃতীয় অবস্থানে থাকা শিক্ষককে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব দেওয়ায় বিদ্যালয়ে শিক্ষক ও ছাত্রছাত্রীরা এ অভিযোগ তোলেন।

অভিযোগ থাকা জানা যায়, শেরপুরের শ্রীবরদী উপজেলার কুড়িকাহনীয়া ইউনিয়নের কুড়িকাহনীয়া বাজার-সংলগ্ন ১৯৬৮ সালে প্রতিষ্ঠিত হয় কুড়িকাহনীয়া সাউথ কুরুয়া উচ্চ বিদ্যালয়। দীর্ঘদিন বিদ্যালয়ের ভবন ছিল জরাজীর্ণ। গত বছর নতুন তিনতলা বিশিষ্ট একটি নতুন ভবন নির্মাণ হয়। এতে প্রাণচাঞ্চল্য ফিরে আসে শিক্ষক ও ছাত্র-ছাত্রীদের মাঝে। বর্তমানে ওই বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা প্রায় ৪০০। গত বছর ৩১ ডিসেম্বর অবসরে যান সাবেক প্রধানশিক্ষক মাওলানা আহমদ আলী। ভারপ্রাপ্ত সভাপতি জিয়াউর রহমান মানিক ছিলেন দায়িত্বে। মেয়াদ শেষে শেরপুর-৩ আসনের সংসদ সদস্য একেএম ফজলুল হকের সুপারিশে আহবায়ক কমিটির সভাপতির দায়িত্ব পান আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান। 

সম্প্রতি প্রধানশিক্ষকের পদ শূন্য হওয়ায় সভাপতি বিজ্ঞান বিষয়ক সিনিয়র শিক্ষক আব্দুল করিমকে দায়িত্ব না দিয়ে তৃতীয় সিনিয়র কম্পিউটার বিষয়ক শিক্ষক মঞ্জুরুল আলমকে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব দেন। রহস্যজনক কারণে জ্যেষ্ঠতার ক্রম ভঙ্গ করে এক শিক্ষককে দায়িত্ব দেওয়ায় সভাপতির বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ তোলেন শিক্ষক, ছাত্রছাত্রী ও অভিভাবকরা। 

সিনিয়র বিজ্ঞানবিষয়ক শিক্ষক আব্দুল করিম বলেন, আমি এখানে দীর্ঘদিন থেকে চাকরি করি। আমি শিক্ষকদের মধ্যে সিনিয়র। অথচ আমাকে প্রধানশিক্ষকের দায়িত্ব না দিয়ে রহস্যজনক কারণে তৃতীয় সিনিয়র শিক্ষক মঞ্জুরুল আলমকে দায়িত্ব দেন। এটা অনেকেই মেনে নিচ্ছেন না। দ্বিতীয় সিনিয়র ব্যবসা বিষয়ক শিক্ষক নজরুল ইসলাম বলেন, ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হিসেবে থাকা সত্ত্বেও অন্যজনকে দায়িত্ব দেওয়ায় সবাই প্রতিবাদ করছে। আমরা চাই নিয়মমতো ভারপ্রাপ্ত প্রধানশিক্ষক হোক। তিনি আরো বলেন, আমার সিনিয়র শিক্ষক না থাকলে আমি এর প্রাপ্য।

এ ব্যাপারে সিনিয়র কম্পিউটার বিষয়ক শিক্ষক মনজুরুল আলম বলেন, সভাপতি আমাকে দায়িত্ব পালনের নির্দেশ দিয়েছেন। তাই আমি দায়িত্ব পালন করছি। অনিয়ম দুর্নীতির অভিযোগ অস্বীকার করে ম্যানেজিং কমিটির সভাপতি মনিরুজ্জামান বলেন, সিনিয়র দুজন দায়িত্ব নিতে অস্বীকার করায় আমাকে দায়িত্ব দেওয়া হয়েছে।

এ ব্যাপারে উপজেলা একাডেমিক সুপারভাইজার মোশাররফ হোসেন বলেন, সিনিয়র শিক্ষককে বাদ দিয়ে জুনিয়রকে ভারপ্রাপ্ত প্রধানশিক্ষকের দায়িত্ব দেওয়ার কোনো সুযোগই নেই। তবে যদি এ রকম ঘটনা ঘটে তাহলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। 

ঘটনাটির সুষ্ঠু তদন্ত করে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন স্থানীয় অভিযোগকারী ও সচেতন মানুষরা।

"দেশে মজুত গ্যাস রয়েছে ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট"

 Update news BD—রিপোর্ট 

Report - update news BD 



বর্তমান দেশে মজুতকৃত গ্যাসের পরিমাণ ৯ দশমিক ৬ ট্রিলিয়ন ঘনফুট। এই গ্যাস দিয়ে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো যাবে বলে মন্তব্য করেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ। 

সোমবার (১৬ জানুয়ারি) সংসদে উপস্থাপিত প্রশ্নোত্তর পর্বে আওয়ামী লীগ সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরির এক প্রশ্নের জবাবে তিনি এ উত্তর দেন।

প্রতিমন্ত্রী আরো বলেন, গত বছর জুন ২০২২ সাল পর্যন্ত দেশে মজুত গ্যাসের পরিমাণ ছিল ৯ দশমিক শূন্য ৬ ট্রিলিয়ন ঘনফুট। সর্বশেষ ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত প্রাক্কলন অনুযায়ী দেশে মোট উত্তোলনযোগ্য প্রমাণিত ও সম্ভাব্য মজুত ২৮ দশমিক ৫৯ টিসিএফ। ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত দেশে ক্রমপুঞ্জিত গ্যাস উৎপাদনের পরিমাণ প্রায় ১৯ দশমিক ৫৩ টিসিএফ। সে হিসাবে ২০২২ সালের ১ জুলাই পর্যন্ত উত্তোলনযোগ্য অবশিষ্ট মজুতের পরিমাণ ৯ দশমিক শূন্য ৬ টিসিএফ।

উল্লেখ্য, দেশীয় গ্যাসক্ষেত্রগুলো থেকে দৈনিক গড়ে প্রায় ২২৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস উৎপাদন হচ্ছে বিবেচনায় অবশিষ্ট মজুত গ্যাসে প্রায় ১১ বছর দেশের চাহিদা মেটানো সম্ভব হবে। তিনি জানান, নতুন গ্যাসক্ষেত্র অনুসন্ধানে বিভিন্ন কার্যক্রম চলছে।

এছাড়া সরকার দলীয় এমপি এম আব্দুল লতিফের এক প্রশ্নের জবাবে জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেন, চলতি বছরের জুন নাগাদ পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির কার্যক্রম শুরু হবে। ভারতের নুমালিগড় রিফাইনারি লি. (এনআরএল) থেকে রেল ওয়াগনের মাধ্যমে ২০১৬ সাল থেকে ডিজেল আমদানি করা হচ্ছে। পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে ডিজেল আমদানির লক্ষ্যে প্রায় ১৩১.৫ কিলোমিটার (বাংলাদেশ অংশে ১২৬.৫ কিলোমিটার এবং ভারত অংশে ৫.০ কিলোমিটার) দীর্ঘ ভারত-বাংলাদেশ মৈত্রী পাইপলাইন নির্মাণ করা হয়েছে। এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির জন্য প্রি-কমিশনিং কার্যক্রম চলমান। জুন নাগাদ এই পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানির কমিশনিং কার্যক্রম তথা পরীক্ষামূলকভাবে ডিজেল আমদানি শুরু হবে বলে আশা করা যায়।

শ্রীবরদীতে একটি স্কুলে প্রধানশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ

  সারাবাংলা প্রকাশ: মঙ্গলবার, ১৭ জানুয়ারি, ২০২৩ ১৪:৪৭ শ্রীবরদীতে একটি স্কুলে প্রধানশিক্ষক নিয়োগে দুর্নীতির অভিযোগ  শ্রীবরদী (শেরপুর) প্রতিন...